তামিম একজন অত্যন্ত ন্যায়পরায়ণ, দায়িত্ববান, পরিশ্রমী এবং পরিবারের প্রতি অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবন একজন ব্যক্তি। কিন্তু ছোটবেলা থেকেই তাকে অত্যন্ত দারিদ্রতার সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে, এখনো তার অর্থনৈতিক অবস্থা আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি সুন্দর পরিপূর্ণ জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। বিজ্ঞানী ""সাকিব"" অতি বুদ্ধিমান গবেষক, যিনি বর্তমানে মানব জাতিকে আমুলভাবে বদলে দিতে পারে এমন একটি গোপন গবেষণায় নিয়োজিত। সাকিব তার এই গবেষণার জন্য তামিমকে গিনিপিগ হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেয় এর বিপরীতে তামিমের পরিবারের ( বাবা-মা, ভাই বোন, সন্তান, পত্নী ) সকল সদস্যের আগামী ৩০ বছর পর্যন্ত সকল দায়িত্ব নেয়া হবে। কিন্তু তামিমের পরিবারের সাথে যোগাযোগ সম্পূর্নরূপে বিচ্ছিন্ন করা হবে।